০১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

“রাজনীতির বদলে মিডিয়ায় ফিরছি” — হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র রাজনীতিবিদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঘোষণা দিয়েছেন, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আর কখনও রাজনীতিতে ফিরবেন না।

শনিবার বিকেলে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকায় স্বপন জেন্টস পার্লার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি। দুইবার পাসও করছিলাম। কিন্তু এখন দেশের যে অবস্থা, তাতে নির্বাচন করা আর সম্ভব না। আমি রাজনীতি থেকে চলে আসছি।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “এই দেশের জনগণের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালাম। কিন্তু জনগণ কী দিল? শুধু লাঞ্চনা, মাইর, ধিক্কার। আইন, আদালত— কোথাও ন্যায়বিচার পাইনি।”

রাজনীতির প্রতি গভীর হতাশা প্রকাশ করে হিরো আলম আরও বলেন, “আমরা ভেবেছিলাম পরিবর্তনের মাধ্যমে কিছু পাব। কিন্তু কিছুই পেলাম না। দেশের যদি ভালো কিছু করতে না পারি, জনগণের কাছে দাঁড়াব কেন?”

তবে হিরো আলম জানান, তিনি মিডিয়াকে ঘিরেই তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন। “আমি মিডিয়ার লোক, মিডিয়া নিয়েই থাকতে চাই। সামনে অনেক কাজ করার ইচ্ছা আছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কোনো ব্যবসাকেই ছোট করে দেখবেন না। যে কোনো কাজে পরিশ্রম করলে সফলতা আসবেই।”

স্বপন জেন্টস পার্লারের স্বত্বাধিকারী স্বপন মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ
পোস্টকারীর সকল তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় সাংবাদিকবাহী কোস্টার খাদে, অল্পের জন্য রক্ষা পেল ৩৫ জন

“রাজনীতির বদলে মিডিয়ায় ফিরছি” — হিরো আলম

প্রকাশিত হয়েছে: ১২:৫৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র রাজনীতিবিদ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ঘোষণা দিয়েছেন, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আর কখনও রাজনীতিতে ফিরবেন না।

শনিবার বিকেলে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের দুর্গাপ্রসাদ এলাকায় স্বপন জেন্টস পার্লার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি। দুইবার পাসও করছিলাম। কিন্তু এখন দেশের যে অবস্থা, তাতে নির্বাচন করা আর সম্ভব না। আমি রাজনীতি থেকে চলে আসছি।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “এই দেশের জনগণের জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালাম। কিন্তু জনগণ কী দিল? শুধু লাঞ্চনা, মাইর, ধিক্কার। আইন, আদালত— কোথাও ন্যায়বিচার পাইনি।”

রাজনীতির প্রতি গভীর হতাশা প্রকাশ করে হিরো আলম আরও বলেন, “আমরা ভেবেছিলাম পরিবর্তনের মাধ্যমে কিছু পাব। কিন্তু কিছুই পেলাম না। দেশের যদি ভালো কিছু করতে না পারি, জনগণের কাছে দাঁড়াব কেন?”

তবে হিরো আলম জানান, তিনি মিডিয়াকে ঘিরেই তার ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন। “আমি মিডিয়ার লোক, মিডিয়া নিয়েই থাকতে চাই। সামনে অনেক কাজ করার ইচ্ছা আছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কোনো ব্যবসাকেই ছোট করে দেখবেন না। যে কোনো কাজে পরিশ্রম করলে সফলতা আসবেই।”

স্বপন জেন্টস পার্লারের স্বত্বাধিকারী স্বপন মিয়া, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সদস্য খোরশেদ ফরাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।