
ভ্যাট ফাঁকি রোধ ও রাজস্ব আদায় বাড়াতে দেশের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা ভ্যাট স্মার্ট চালান ব্যবহারের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজধানী ঢাকাসহ দেশের সিটি করপোরেশন ও জেলা শহরগুলোতে এ নির্দেশনা কার্যকর হবে বলে রোববার (১৮ মে) এনবিআরের ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে।
আবাসিক হোটেল, ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন কেন্দ্র, ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক ও ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স বিক্রেতা, বিজ্ঞাপনী সংস্থা, শপিং মল/মার্কেট, ছাপাখানা ও বাঁধাই, ডিপার্টমেন্টাল স্টোর ও ফার্মেসী, মিষ্টির দোকান, সুপারশপ, স্বর্ণ ও রৌপ্যের দোকান, আসবাবের শোরুম, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, হেলথ ক্লাব, কোচিং সেন্টার, অনলাইন অ্যাডমিশন বা ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান ইত্যাদি।
এনবিআর জানিয়েছে, ইএফডি, এসডিসি বা পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন স্বচ্ছ হবে এবং ভ্যাট ফাঁকির সুযোগ কমবে। কোনো প্রতিষ্ঠান ভ্যাট ফাঁকির সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী জরিমানা, এমনকি একাধিকবার অপরাধে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে।
২০২০ সালের ২৫ আগস্ট ঢাকা ও চট্টগ্রামের ৫টি কমিশনারেটে ইএফডি স্থাপনের কার্যক্রম শুরু হয়। পরে ২০২২ সালের নভেম্বরে খুচরা পর্যায়ে ভ্যাট আদায়ে গতি আনতে জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে চুক্তি করে এনবিআর। ২০২৩ সালের আগস্টে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলেও প্রত্যাশিত সাড়া না মেলায় এবার বাধ্যতামূলক করা হয়েছে।
এনবিআর বলেছে, জরুরিভিত্তিতে ব্যবসায়ীদের ভ্যাটযোগ্য লেনদেনে ইএফডি/এসডিসি/পিওএস ব্যবহার করতে হবে।