রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আরাফাত শাওন নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
আহত শাওন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাওন হলের দিকে হেঁটে ফিরছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে তারা শাওনের পেটে দুই জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তিনি নিজে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন, পরে তাকে রামেকে স্থানান্তর করা হয়। জরুরি অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন বিপদমুক্ত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, ঘটনাটি তদন্তে প্রক্টরিয়াল টিম কাজ করছে। এখনও পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আশ্বাসও দেন তিনি।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।