
বাংলাদেশে একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবি তুলে অস্ট্রেলিয়ার ৪১ জন সংসদ সদস্য ও সিনেটর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন।
বুধবার প্রেরিত এই চিঠিতে তারা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা এবং নির্বাচনপ্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
চিঠিতে বলা হয়, “গত বছরের জুলাই বিপ্লব বাংলাদেশের জনগণের সাহসিকতা ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের একটি স্পষ্ট দৃষ্টান্ত। এই আন্দোলন সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক উত্তরণের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে।”
তারা অভিযোগ করেন, গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের পূর্ণ বৈধতার ভিত্তিতে একটি স্থিতিশীল সরকার গঠন হয়নি। তাই অবিলম্বে সুনির্দিষ্ট ও সময়সূচিবদ্ধ রোডম্যাপ ঘোষণা করতে অনুরোধ করা হয়।
চিঠিতে হুঁশিয়ারি দেওয়া হয়, “সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব জনগণের আস্থা আরও দুর্বল করবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলবে।”
এছাড়া, জুলাইয়ের সহিংসতার ঘটনায় নিহত ও আহতদের জন্য স্বচ্ছ বিচার দাবি করেন তারা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উদ্ধৃতি দিয়ে তারা বলেন, “হাজার হাজার মানুষ এই সহিংসতায় আক্রান্ত হয়েছেন। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।”
চিঠিতে র্যাব বিলুপ্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। তারা অভিযোগ করেন, “র্যাব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত।”
অস্ট্রেলীয় এমপি-সিনেটররা মার্কিন নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে নিজেদের সরকারের প্রতিও অনুরূপ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।