সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে বিশ্বের ৩৩টি দেশে সাতটি প্রতিনিধিদল পাঠাচ্ছে দিল্লি। এসব প্রতিনিধিদলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রোববারের মধ্যেই এই প্রতিনিধিদলগুলো সংশ্লিষ্ট দেশগুলোতে পৌঁছে যাবে।
এই কূটনৈতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলের নেতারাও। কংগ্রেসের শশী থারুর, ডিএমকের কানিমোরি ও এনসিপির সুপ্রিয়া সুলে তিনটি দলের নেতৃত্বে আছেন। তবে থারুরের নাম প্রথমে কংগ্রেস না দিলেও, সরকার তাকে প্রতিনিধিদলে রাখে, যা নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক উত্তাপ দেখা দেয়। একইভাবে তৃণমূলের আপত্তির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দলে অন্তর্ভুক্ত করা হয়।
প্রতিনিধিদলগুলো সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, কাতার, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, মিসরসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য ও প্রভাবশালী দেশগুলোতে যাবে।
বিজেপি সাংসদ অপরাজিতা সারাঙ্গি বলেন, “আমাদের বার্তা পরিষ্কার—পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে, আর ভারত তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ছে।” সংসদীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, “একটাই মিশন, একটাই বার্তা, একটাই ভারত।”
এদিকে কংগ্রেস নেতা শশী থারুর জানান, ফরাসি সিনেটের একটি ১৭ সদস্যের প্রতিনিধি দল ভারতে এসে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, পেহেলগাম হামলার পর ‘অপারেশন সিঁদুর’ এবং বিরোধীদের সঙ্গে একত্রে কাজ করার মাধ্যমে ভারত বিশ্বকে বার্তা দিতে চাইছে—সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আজ ঐক্যবদ্ধ।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।