পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে আলোচিত দখলবাজ ও আওয়ামী ঘনিষ্ঠ সন্ত্রাসী জাকির হোসেন ও তার সহযোগীরা।
হামলায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ একাধিক সাংবাদিক আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতের অন্ধকারে জাকির হোসেন তার স্ত্রী, কন্যা, ভাগনে ও প্রায় শতাধিক সশস্ত্র সহযোগী নিয়ে ডিআরইউ চত্বরে হামলা চালায়।
তারা প্রথমে ডিআরইউ কার্যালয়ের সামনের ‘চেয়ারম্যান টি স্টল’ ঘিরে ফেলে এবং দোকানের প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে। প্রতিবাদ জানালে মারধর করা হয় সাংবাদিক মশিউর রহমানকে। পরে ডিআরইউ সভাপতি ঘটনাস্থলে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন,
“জাকির গং আগে গরিবের দোকান লুট করেছে, এরপর আমরা জানতে চাইলে আমাদের উপর হামলা চালানো হয়। এটা শুধু একটি পেশাজীবী সংগঠনের উপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের উপর সরাসরি আঘাত।”
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জানান, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন,
“জাকির গং গত ১৬ বছর ধরে সাংবাদিক ও এলাকাবাসীর উপর নির্যাতন চালিয়ে আসছে। এবার তার শেষ দেখতে চাই।”
ভুক্তভোগী দোকানদার আজিমের স্ত্রী জানান,
“জাকিরের লোকজন আমাদের দোকান তুলে নিয়ে গেছে। আমাদের জায়গা দখল করে সেখানে মাদক ব্যবসা চালানো হচ্ছে।”
ডিআরইউর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া ঘোষণা করা হবে। সাংবাদিক সমাজ এরইমধ্যে একযোগে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।