ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী, বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মডেল ও অভিনেত্রী মারিয়া মিম নতুন করে প্রেম করছেন এবং খুব শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন।
২০১২ সালে সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে হয় মারিয়ার, এরপর ২০১৩ সালে তাদের প্রথম সন্তান আরশ হোসেন জন্মগ্রহণ করে। তবে ২০১৮ সালে মারিয়া বিনোদন জগতে কাজ করতে চাওয়া নিয়ে দু’জনের মধ্যে মতবিরোধ শুরু হয়, যা ২০১৯ সালে বিচ্ছেদে রূপ নেয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রেমিকের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন মারিয়া মিম। যদিও প্রেমিকের পরিচয় গোপন রেখেছেন, তাকে ‘আমার ভালোবাসা’ হিসেবে সম্বোধন করেছেন। এক সাক্ষাৎকারে মারিয়া জানান, তার বয়ফ্রেন্ড মিডিয়ার বাইরের একজন এবং তারা শিগগিরই বিয়ে করবেন।
মডেল মারিয়া মিম সিদ্দিকুর রহমানকে প্রাক্তন স্বামী বলে উল্লেখ করে বলেন, “ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ, তিনি এখন আমার জন্য পরপুরুষ।” তিনি সকলের কাছে অনুরোধ করেন সিদ্দিককে ‘জামাই’ বানানোর মতো ভুল ধারণা থেকে বিরত থাকতে।
এদিকে, সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। যার মধ্যে মারিয়া মিমের নামও রয়েছে। এই নোটিশ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মিম। তিনি দাবি করেছেন, এই আইনজীবী জাকির হোসেন ভাইরাল হওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছেন এবং তিনি তার বিরুদ্ধে মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।