
হাইকোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ার ক্ষেত্রে বাধা দেয়ার আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ বৃহস্পতিবার এই রায় প্রদান করে বলেছে, রিট আবেদন শুনানির জন্য গ্রহণযোগ্য নয়।
এই রায়ের ফলে ইশরাক হোসেন শপথ গ্রহণে বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন।
গত ১৪ মে একটি রিটে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চাওয়া হয়েছিল এবং একইসঙ্গে ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছিল।
২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত করেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। পরে নির্বাচনি ট্রাইব্যুনাল ২০২৩ সালের ২৭ মার্চ ফজলে নূর তাপসের জয়ের ফল বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে। এরপর গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে।