
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবারের ঈদে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত একটানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। তবে সংবাদপত্রের জন্য বরাদ্দ রয়েছে মাত্র ৩ দিনের ছুটি, যা নিয়ে সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটিতে থাকলেও সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়। এটি বৈষম্যমূলক। এ সময়ে কোনো হকারও পত্রিকা বিক্রি করেন না। তাই ঈদুল আজহায় সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার দাবি জানাচ্ছি।”
ডিআরইউ নেতারা মনে করেন, সাংবাদিকরাও ঈদ উদযাপনের সমান অধিকার রাখেন। দীর্ঘ ও শ্রমঘন সময় কাজ করার পর উৎসবের সময়ে স্বস্তির বিরতি তাদের ন্যায্য দাবি। তাই নোয়াব (নতুনপত্র সম্পাদক পরিষদ)-এর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন সাংবাদিকদের এ দাবির প্রতি সহানুভূতিশীল হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।