১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

“স্যুট নয়, কুর্তাই যথেষ্ট”—ড. ইউনূসের পোশাক নির্বাচন নিয়ে ব্যাখ্যা

প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন কালো কুর্তা পরেছিলেন—সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম জানান, ওই সময় ড. ইউনূস কাতারে অবস্থান করছিলেন ‘আর্থনা সামিট’-এ অংশ নিতে। ঠিক কাতারে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর আসে।

পোস্টে প্রেস সচিব লেখেন, “সফরের দ্বিতীয় দিন ঘোষণা এলো পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার। ড. ইউনূস বহুদিনের বন্ধু এবং মানবতা ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সোচ্চার এক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।”

তবে আন্তর্জাতিক রীতি অনুযায়ী, এ ধরনের অনুষ্ঠানে কালো স্যুট বা পোশাক পরিধান প্রথাগত হলেও ড. ইউনূস বহু বছর আগে স্যুট পরা বন্ধ করেছেন। তিনি সবসময় বাংলাদেশে তৈরি গ্রামীণ চেকের কুর্তা পরেন।

প্রেস সচিব জানান, ইউনূসের সঙ্গে কালো কোটি থাকলেও কালো কুর্তা ছিল না। ব্যক্তিগত সহকারীরা দোহায় বিভিন্ন মার্কেটে কালো কুর্তা খুঁজে বেড়ান। যা পান, তার দাম ছিল অস্বাভাবিক রকম বেশি।
এরপর তারা স্থানীয় দরজি খুঁজে বের করার চেষ্টা করেন, যিনি কয়েক ঘণ্টার মধ্যে কুর্তা সেলাই করতে পারবেন—কিন্তু কেউ রাজি হননি।

শেষ পর্যন্ত একটি দোকানে ভারতীয় উপমহাদেশের একজন দরজি, যিনি ইউনূসকে চিনতেন, সময়মতো কালো কুর্তা তৈরি করতে রাজি হন। প্রেস সচিবের ভাষায়, “এর খরচ হয়েছিল বাংলাদেশি টাকায় ৫,০০০।”

এই ঘটনাটি শুধু পোশাক নির্বাচন নয়, বরং ড. ইউনূসের ব্যক্তিত্ব, বিশ্বাস ও দেশের প্রতি তার ভালোবাসারও বহিঃপ্রকাশ—এমনটি মনে করছেন বিশ্লেষকরা। কারণ, আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়েও তিনি বাংলাদেশি সংস্কৃতি ও পোষাক ধরে রাখেন সবসময়।

ট্যাগ

“স্যুট নয়, কুর্তাই যথেষ্ট”—ড. ইউনূসের পোশাক নির্বাচন নিয়ে ব্যাখ্যা

প্রকাশিত হয়েছে: ০৮:৩৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কেন কালো কুর্তা পরেছিলেন—সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল আলম জানান, ওই সময় ড. ইউনূস কাতারে অবস্থান করছিলেন ‘আর্থনা সামিট’-এ অংশ নিতে। ঠিক কাতারে যাওয়ার কয়েক ঘণ্টা আগেই পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর আসে।

পোস্টে প্রেস সচিব লেখেন, “সফরের দ্বিতীয় দিন ঘোষণা এলো পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার। ড. ইউনূস বহুদিনের বন্ধু এবং মানবতা ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় সোচ্চার এক নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।”

তবে আন্তর্জাতিক রীতি অনুযায়ী, এ ধরনের অনুষ্ঠানে কালো স্যুট বা পোশাক পরিধান প্রথাগত হলেও ড. ইউনূস বহু বছর আগে স্যুট পরা বন্ধ করেছেন। তিনি সবসময় বাংলাদেশে তৈরি গ্রামীণ চেকের কুর্তা পরেন।

প্রেস সচিব জানান, ইউনূসের সঙ্গে কালো কোটি থাকলেও কালো কুর্তা ছিল না। ব্যক্তিগত সহকারীরা দোহায় বিভিন্ন মার্কেটে কালো কুর্তা খুঁজে বেড়ান। যা পান, তার দাম ছিল অস্বাভাবিক রকম বেশি।
এরপর তারা স্থানীয় দরজি খুঁজে বের করার চেষ্টা করেন, যিনি কয়েক ঘণ্টার মধ্যে কুর্তা সেলাই করতে পারবেন—কিন্তু কেউ রাজি হননি।

শেষ পর্যন্ত একটি দোকানে ভারতীয় উপমহাদেশের একজন দরজি, যিনি ইউনূসকে চিনতেন, সময়মতো কালো কুর্তা তৈরি করতে রাজি হন। প্রেস সচিবের ভাষায়, “এর খরচ হয়েছিল বাংলাদেশি টাকায় ৫,০০০।”

এই ঘটনাটি শুধু পোশাক নির্বাচন নয়, বরং ড. ইউনূসের ব্যক্তিত্ব, বিশ্বাস ও দেশের প্রতি তার ভালোবাসারও বহিঃপ্রকাশ—এমনটি মনে করছেন বিশ্লেষকরা। কারণ, আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়েও তিনি বাংলাদেশি সংস্কৃতি ও পোষাক ধরে রাখেন সবসময়।