অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ রাত ৮টার পর যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতিনিধি দল।
এর আগে সন্ধ্যায় বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল যমুনায় ঢুকে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঐ বৈঠক চলমান রয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের এসব বৈঠক দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আন্তঃদলীয় সংলাপের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করছে। ড. ইউনূস ইতোমধ্যেই নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে একটি বিস্তৃত পরামর্শপর্ব চালু করেছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
অন্যদিকে, বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য গঠনের উদ্দেশ্যে এই ধারাবাহিক বৈঠকগুলোর গুরুত্ব দিন দিন বাড়ছে। আগামীদিনগুলোতে আরও দলকে আলোচনায় যুক্ত করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।