
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের নিরপেক্ষতা বজায় রাখা অপরিহার্য উল্লেখ করে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার রাত ৮টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে অংশগ্রহণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।
🗣️ বিএনপির বক্তব্য
বৈঠক শেষে সাংবাদিকদের ড. মোশাররফ বলেন,
“আমাদের বক্তব্য স্পষ্ট—বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, যাতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ না হয়।”
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত ও পারিবারিকভাবে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।
“আমরা মনে করি, আওয়ামী লীগের আমলে অপরাধের সঠিক বিচার হয়নি। আমাদের সরকার ক্ষমতায় এলে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এদের বিচার সম্পন্ন করা হবে,”—যোগ করেন তিনি।
📋 লিখিত বক্তব্য ও আলোচনা
বিএনপির পক্ষ থেকে বৈঠকে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে মোশাররফ বলেন,
“আমাদেরকে আলোচনার বিষয় আগে থেকে জানানো হয়নি। তাই আমরা আমাদের অনুমানের ভিত্তিতে প্রস্তুত একটি লিখিত প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে তুলে দিয়েছি।”
এই প্রস্তাবে সরকার গঠনের কাঠামো, নির্বাচনকালীন রোডম্যাপ এবং নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
🗺️ নির্বাচন ও গণতন্ত্র নিয়ে উদ্বেগ
ড. মোশাররফ হোসেন বলেন,
“বাংলাদেশের মানুষ বিশ্বাস করে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা। কিন্তু কোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত হলে দেশ আবার স্বৈরাচারের দিকে ধাবিত হবে, যার দায় বর্তমান সরকারের ওপরই বর্তাবে।”
তিনি আরও বলেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং সরকারকে সহায়তা করে যাচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে।