সুষ্ঠু নির্বাচনের দাবিতে সময়সীমা নির্ধারণ না করে সংলাপ ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “আমরা একটা ফেয়ার নির্বাচন চাই, এর জন্য আমরা কোনো সময়সীমা দেইনি। সুষ্ঠু নির্বাচনের জন্য যতটা সময় লাগবে, লাগুক।”
রোববার (২৫ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বলেছেন, “কম সংস্কার হলে ডিসেম্বর, আরেকটু বেশি হলে জুনের মধ্যে নির্বাচন হবে।”
তিনি আরও উল্লেখ করেন, “সমগ্র বাঙালি জাতি চায় না ড. ইউনূস পদত্যাগ করুন।” এজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ আরও জোরদারের পরামর্শ দেন তিনি।
বৈঠকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ চলমান জুলাই আন্দোলনকে অস্বীকার করছে এবং দেশি-বিদেশি চক্র মিলিতভাবে এ আন্দোলনকে দমন করার ষড়যন্ত্র করছে বলেও জানান মান্না।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।