
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করেছেন যে, “২০২৬ সালের ৩০ জুনের পর এক ঘণ্টাও ক্ষমতায় থাকবেন না”— এমনটি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও রাজনৈতিক নেতা মাওলানা মামুনুল হক।
রোববার (২৫ মে) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের জানিয়েছেন, আমরা সবাই যদি সহযোগিতা করি, তাহলে তিনি জাতিকে একটি গ্রহণযোগ্য গন্তব্যে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করবেন। দেশ ও আন্তর্জাতিক মহলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন বলেও আশ্বাস দিয়েছেন।”
তিনি বলেন, “আমরা বৈঠকে তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি। প্রথমত, আমরা বলেছি—সংস্কারের বিষয়ে এখনো কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অদৃশ্য ও অনিশ্চিত লক্ষ্যের দিকে হাঁটা সঠিক নয়। তাই সংস্কারের স্পষ্ট দিকনির্দেশনা ও লক্ষণ চেয়েছি।”
দ্বিতীয়ত, “শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটেছে, সেই সব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিচার দাবির কথা বলেছি। ড. ইউনূস আমাদের আশ্বস্ত করেছেন—এ বিষয়ে শিগগিরই একটি সুসংবাদ দেবেন।”
তৃতীয়ত, করিডর ইস্যুতে আশ্বস্ত করে ড. ইউনূস বলেছেন, “তার দ্বারা দেশবিরোধী কোনো কার্যক্রম সংঘটিত হবে না, এবং কোনো কিছু করা হলে তা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমেই হবে।”
মামুনুল হক আরও বলেন, “রাজনৈতিক অনৈক্যের বিষয়টি তুলে ধরে আমরা বলেছি, প্রধান উপদেষ্টা যেন ঘন ঘন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন। এ বিষয়েও তিনি সম্মত হয়েছেন।”
তিনি জানান, “আমরা দুই মাসের আল্টিমেটাম দিয়েছিলাম—শাপলা চত্বরের গণহত্যার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তিনি এ বিষয়টিকে সরাসরি নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন এবং একটি বিহিত করার আশ্বাস দিয়েছেন।”
নারী সংস্কার কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত আশ্বস্ত যে, কোনো ইসলামী আইনবিরোধী পদক্ষেপ অন্তর্বর্তী সরকার নেবে না।”
নির্বাচন সংক্রান্ত বিষয়ে মামুনুল হক বলেন, “আমরা সুনির্দিষ্ট সময় চেয়েছিলাম, যাতে বিভ্রান্তি না ছড়ায়। ড. ইউনূস বলেছেন—২০২৬ সালের জুনের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।”