সংযুক্ত আরব আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড যাকাত বিষয়ক জেনারেল অথরিটি (GAIAZ) ঘোষণা করেছে, বৈধ হজ পারমিট ছাড়া সৌদি আরবে হজে গমন করা হলে সংশ্লিষ্ট আমিরাতি নাগরিককে ৫০,০০০ দিরহাম জরিমানা গুণতে হবে।
এই পদক্ষেপের মাধ্যমে কর্তৃপক্ষ হজ মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে হজযাত্রীদের নিরাপদ, নিয়মতান্ত্রিক এবং সম্মানজনক অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়।
GAIAZ জানিয়েছে, হজ পালনের জন্য সরকার কর্তৃক অনুমোদিত পারমিট আবশ্যক, যা মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী একটি স্বচ্ছ ইলেকট্রনিক স্ক্রিনিং প্রক্রিয়া অনুসরণ করে প্রদান করা হয়। পুরুষ ও মহিলা উভয় নাগরিকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
এই বিধিনিষেধের মূল লক্ষ্য হলো অনুমতি ছাড়া পবিত্র স্থানগুলোতে গমন ঠেকানো, যা হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা হুমকি তৈরি করে। কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে—এই কাঠামোর বাইরে গিয়ে কেউ হজ পালনের চেষ্টা করলে, এর পুরো দায়ভার তাকে নিজেকেই বহন করতে হবে।
GAIAZ সংযুক্ত আরব আমিরাতের সকল নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা হজের নির্ধারিত নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করেন এবং কোনো প্রকার প্রতারণা বা শর্টকাট পথ অনুসরণ না করেন। কারণ, এতে শুধু অর্থের ক্ষয় নয় বরং পুরো হজযাত্রা ব্যর্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এই নির্দেশনা সংযুক্ত আরব আমিরাতের হজ অফিসের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও ব্যবস্থাপনাকে সফল করার একটি অংশ, যার মাধ্যমে দেশের হজযাত্রীদের উচ্চমানের সেবা এবং সম্পূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে।
প্রসঙ্গত, সৌদি আরব সরকারও এবছর হজ মৌসুমে কঠোর নিরাপত্তা এবং অনুমতি-নির্ভর প্রক্রিয়া অনুসরণ করছে। সুতরাং হজযাত্রীদের সবার প্রতি আহ্বান—শুধু সরকার অনুমোদিত হজ প্যাকেজ ও পারমিটের মাধ্যমেই হজে অংশগ্রহণ করুন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।