
দেশের অর্থনীতি ও সংস্কৃতিকে আরও নিবিড়ভাবে উপস্থাপনের লক্ষ্যে নতুন ডিজাইনের টাকার নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। এই নোটগুলোতে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীককে প্রাধান্য দেওয়া হয়েছে এবং থাকছে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর। প্রথম ধাপে ২০, ৫০ ও ১০০ টাকার নোট পবিত্র ঈদুল আজহার আগেই সাধারণ মানুষের হাতে পৌঁছাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ডিজাইনের এই টাকাগুলোতে কোনো ব্যক্তির ছবি থাকছে না। এর পরিবর্তে দেশের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক দৃশ্য ও সাংস্কৃতিক প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এক অনুষ্ঠানে জানান, নতুন নোটে দেশের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নতুন ডিজাইনে কোনো ব্যক্তির ছবি রাখা হয়নি। নোটগুলোতে দেশের চিত্র ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।’ জানা গেছে, নোটগুলো বাজারে ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেখানো হবে।
এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ঢাকা পোস্টকে আরও জানান, ‘নতুন নোটের ডিজাইন কেমন হবে, তা গভর্নর স্যার আগেই জানিয়েছেন। এসব নোটে কোনো ব্যক্তির ছবি থাকছে না। বরং দেশের ঐতিহ্য, প্রকৃতি ও সাংস্কৃতিক নিদর্শনকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে।’ তিনি আরও জানান, ‘ঈদের আগে – জুনের ২ বা ৩ তারিখের মধ্যে – ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সাধারণ মানুষের হাতে পৌঁছে যাবে। ছাপার কাজ পুরোদমে চলছে। প্রথমে এই তিনটি নোট বাজারে আসবে, পরে ধাপে ধাপে অন্য মূল্যমানের নোট ছাড়া হবে।’
নতুন নোটের ডিজাইন ও বৈশিষ্ট্য:
ঢাকা পোস্ট ইতোমধ্যে নতুন ডিজাইনের কয়েকটি নোটের ছবি সংগ্রহ করেছে, যেখানে দেশের পরিচিতি ও গৌরবময় ইতিহাসের ছাপ সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
-
১০০ টাকার নোট: এই নোটের এক পাশে থাকছে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ও জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগারের জলছবি। অপর পাশে দেখা যাবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন ‘সুন্দরবন’, যেখানে রয়েছে এক ঝাঁক হরিণ ও একটি বাঘের ছবি। সাদা অংশে বাঘের জলছবিও থাকছে।
-
২০০ টাকার নোট: নতুন ২০০ টাকার নোটে হালকা হলুদ রঙে ফুটিয়ে তোলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত অপরাজেয় বাংলা ভাস্কর্য। অপর পাশে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির চিত্র – মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় পোশাক ও উপাসনালয়সহ উপস্থাপিত হয়েছেন। মাঝখানে সবুজের মধ্যে রয়েছে দেশের মানচিত্র।
-
৫০০ টাকার নোট: নতুন ৫০০ টাকার নোটে একপাশে স্থান পেয়েছে জাতীয় চেতনার প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার। অপর পাশে রয়েছে দেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি।
-
১০০০ টাকার নোট: সর্বোচ্চ মূল্যমানের ১০০০ টাকার নোটে একদিকে থাকছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ, যা দেশের স্বাধীনতার প্রতীক। অন্যদিকে থাকছে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতিচ্ছবি।
নতুন ডিজাইনের এই নোটগুলো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে এক সুতোয় বাঁধার একটি প্রয়াস। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বলে জানা গেছে।