নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন। বুধবার (২৮ মে) স্থানীয় সময় জাপানের রাজধানী টোকিওর ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উভয় নেতার মধ্যে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের সাম্প্রতিক অস্থিরতা এবং বৈশ্বিক মানবিক সহায়তার ক্রমহ্রাসমান প্রবণতা নিয়ে আলোচনা হয়।
নৈশভোজে অধ্যাপক ইউনূস সহিংসতাপীড়িত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং অস্ত্রবিরতির ক্ষেত্রে ইয়োহেই সাসাকাওয়ার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার প্রশংসা করেন। উল্লেখ্য, সাসাকাওয়া ১৫০ বারেরও বেশি মিয়ানমার সফর করেছেন এবং দেশটির সরকার ও শতাধিক জাতিগোষ্ঠীর মধ্যে একজন শ্রদ্ধেয় মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত।
অধ্যাপক ইউনূস বলেন, “আমরা জানি আপনি মিয়ানমারের সব পক্ষের কাছেই গভীরভাবে সম্মানিত।” তিনি রোহিঙ্গা সংকট সমাধানে এবং বাংলাদেশে অবস্থানরত প্রায় ১২ লাখ শরণার্থীর প্রত্যাবাসনে সাসাকাওয়ার সক্রিয় সহযোগিতা কামনা করেন।
তিনি আরও উল্লেখ করেন, “প্রতি বছর বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৩৫,০০০ শিশু জন্ম নিচ্ছে, যারা কোনো ভবিষ্যতের আশা ছাড়াই বেড়ে উঠছে। এটি বিস্ফোরক ও বিপজ্জনক হয়ে উঠার আগেই আমাদের সাহায্য করুন।”
মাদক পাচার ও নিরাপত্তা হুমকির বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেন অধ্যাপক ইউনূস।
বিশ্বব্যাপী মানবিক সহায়তা হ্রাসের প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস সাসাকাওয়ার প্রতি বাংলাদেশে স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবিকে সহায়তার আহ্বান জানান, যা বর্তমানে ইউএসএইড-এর অনুদান স্থগিতের ফলে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।
নৈশভোজে অধ্যাপক ইউনূস সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।