গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রফা শহরে ত্রাণ বিতরণের নামে ফাঁদ পেতে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই নির্মম ঘটনায় কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৬০ জনের বেশি।
স্থানীয় সময় সোমবার দুপুরে এই বর্বর হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও চিকিৎসাকর্মীরা।
চলমান অবরোধে বিপর্যস্ত রফা শহরে যখন খাদ্য, পানি ও চিকিৎসাসেবার চরম সংকট চলছে, তখন ইসরায়েলি বাহিনী ঘোষণা দেয়, একটি নির্দিষ্ট স্থানে ত্রাণ বিতরণ করা হবে। সেই ঘোষণায় সাড়া দিয়ে শত শত মানুষ ভিড় করে আশার আলোয় বুক বেঁধে।
কিন্তু কিছুক্ষণ পরই শুরু হয় গোলাগুলি। সরাসরি ক্ষুধার্ত, নিরস্ত্র জনগণের ওপর গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা।
স্থানীয় সাংবাদিক ইউসুফ রাফায় বলেন, “মানুষজন শুধু খাবারের জন্য অপেক্ষা করছিল। কেউ কোনো উত্তেজনা সৃষ্টি করেনি। হঠাৎ করে গোলাগুলি শুরু হয়। চারপাশে শুধু আর্তনাদ আর রক্ত।”
একজন আহত ব্যক্তি হাসপাতাল বেডে কাঁদতে কাঁদতে বলেন,“আমার ভাইটি শুধু রুটি আনতে গিয়েছিল। এখন সে আর ফিরবে না। এটাও কি ত্রাণ বিতরণ হয়?”
আহতদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে। স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক জানান,“গুলিবিদ্ধদের অনেকের শরীর থেকে গুলি বের করতে পারছি না, কারণ অস্ত্রোপচারের প্রয়োজনীয় সামগ্রী নেই। চিকিৎসা দিতে পারছি না বলে চোখের সামনে মানুষ মারা যাচ্ছে।”
এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে।
হিউম্যান রাইটস ওয়াচ, এমনেস্টি ইন্টারন্যাশনাল সহ একাধিক সংস্থা একে‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে অভিহিত করেছে।
জাতিসংঘের একজন মুখপাত্র বলেন, “ত্রাণ নিতে আসা বেসামরিক মানুষদের ওপর গুলি চালানো কোনোভাবেই বৈধতা পেতে পারে না। এটা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন।”
এ ঘটনায় ইসরায়েল এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে ইসরায়েলি সামরিক সূত্র দাবি করছে, ‘ত্রাণ বিতরণের স্থানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই অভিযান চালানো হয়।’
এই বক্তব্যকে প্রত্যক্ষদর্শীরা “মিথ্যা ও বিভ্রান্তিকর” আখ্যা দিয়েছেন।
ইসরায়েলি হামলায় ইতিমধ্যেই রফা শহরের শত শত পরিবার গৃহহীন, খাদ্য ও ওষুধের ভয়াবহ সংকটে দিন কাটাচ্ছে। তার মধ্যে এমন এক পরিকল্পিত হত্যাকাণ্ড রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
একটি জাতি যখন খাদ্যের আশায় ভিড় করে, আর তাদের ওপর গুলি চালানো হয়—তা কেবল যুদ্ধ নয়, এটি মানবতা ও সভ্যতার উপর সরাসরি আঘাত।
গাজার রফায় ত্রাণের নামে মৃত্যু ছড়াচ্ছে দখলদার বাহিনী।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।