১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো জিপ গ্র্যান্ড চেরোকি

বিশ্বের অনেক জায়গায় জিপ গ্র্যান্ড চেরোকি সম্মানজনক একটি গাড়ি হিসেবে বিবেচিত হলেও, দুবাইয়ের বিলাসবহুল পরিবেশে এ ধরনের যানবাহন খুব একটা চোখে পড়ে না। কারণ এখানে বুগাট্টি, ল্যাম্বরগিনি, ফেরারি—এসব সুপারকার যেন টয়োটা করোলার মতোই সাধারণ ব্যাপার!

এই রাজকীয় প্রতিযোগিতার মাঝে নিজেকে আলাদা করে উপস্থাপন করতে চাইলে চাই ভিন্নমাত্রার স্বকীয়তা। আর ঠিক সেটিই করে দেখালেন এক ব্যক্তি—ব্যতিক্রমী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি নিজের জিপ গ্র্যান্ড চেরোকিকে মোড়ালেন ঝকঝকে ২৪ ক্যারেট সোনার প্রলেপে!

এই সোনায় মোড়ানো গাড়িটি এখন দুবাইয়ের রাস্তায় ঘুরে বেড়ালেই নজর কাড়ে সবার। চোখ ধাঁধানো এই উদ্যোগ শহরের অতুলনীয় সম্পদশালীদের ভিড়ে ওই জিপটিকে দিয়েছে এক অনন্য উজ্জ্বলতা। এটি যেন বিলাসিতা ও ব্যক্তিগত রুচির এক নিখুঁত প্রতিচ্ছবি।

ট্যাগ

সাইয়েদুল ইস্তেগফার : সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনার দোয়া

দুবাইয়ে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো জিপ গ্র্যান্ড চেরোকি

প্রকাশিত হয়েছে: ০৮:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

বিশ্বের অনেক জায়গায় জিপ গ্র্যান্ড চেরোকি সম্মানজনক একটি গাড়ি হিসেবে বিবেচিত হলেও, দুবাইয়ের বিলাসবহুল পরিবেশে এ ধরনের যানবাহন খুব একটা চোখে পড়ে না। কারণ এখানে বুগাট্টি, ল্যাম্বরগিনি, ফেরারি—এসব সুপারকার যেন টয়োটা করোলার মতোই সাধারণ ব্যাপার!

এই রাজকীয় প্রতিযোগিতার মাঝে নিজেকে আলাদা করে উপস্থাপন করতে চাইলে চাই ভিন্নমাত্রার স্বকীয়তা। আর ঠিক সেটিই করে দেখালেন এক ব্যক্তি—ব্যতিক্রমী বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি নিজের জিপ গ্র্যান্ড চেরোকিকে মোড়ালেন ঝকঝকে ২৪ ক্যারেট সোনার প্রলেপে!

এই সোনায় মোড়ানো গাড়িটি এখন দুবাইয়ের রাস্তায় ঘুরে বেড়ালেই নজর কাড়ে সবার। চোখ ধাঁধানো এই উদ্যোগ শহরের অতুলনীয় সম্পদশালীদের ভিড়ে ওই জিপটিকে দিয়েছে এক অনন্য উজ্জ্বলতা। এটি যেন বিলাসিতা ও ব্যক্তিগত রুচির এক নিখুঁত প্রতিচ্ছবি।