আজ, ৩০ মে ২০২৫, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
বিএনপির নেতারা জানিয়েছেন, গত ১৭ বছর পর এবার রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী জাঁকজমকভাবে পালন করা হচ্ছে। তারা উল্লেখ করেন, পূর্ববর্তী সময়ে বিরোধীদলের কর্মসূচি পালনে বাধা দেওয়া হতো, তবে এবার তা হয়নি।
জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ২৬ মার্চ ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন (তৎকালীন মেজর হিসেবে)। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং দেশের অর্থনীতিতে বাজারমুখী নীতিমালার প্রবর্তন করেন।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় তিনি নিহত হন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।