পর্তুগালের ৫০ বছরের স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো কোনও তৃতীয় শক্তি প্রধান বিরোধী দলের আসনে বসেছে। সদ্য সমাপ্ত আগাম জাতীয় নির্বাচনে কট্টর ডানপন্থি দল শেগা ৬০টি আসন পেয়ে সোশ্যালিস্ট পার্টিকে (PS) পেছনে ফেলে দ্বিতীয় সর্বোচ্চ আসন অর্জন করেছে।
চূড়ান্ত ফলাফলে নতুন ইতিহাস
গত ১৮ মে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ২৩০টি আসনের মধ্যে ২২৬টির ফলাফল তাৎক্ষণিক ঘোষণা করা হয়। বাকি ৪টি আসনের ফলাফল পর্তুগালের প্রবাসী ভোটারদের মাধ্যমে ২৮ মে চূড়ান্ত হয়। প্রবাসী আসনগুলোর মধ্যে ডেমোক্রেটিক এলায়েন্স (AD) এবং শেগা—দু’টি করে আসন অর্জন করে।
এই ৪টি আসন যুক্ত হওয়ার পর শেগার আসন বেড়ে দাঁড়ায় ৬০টি, যেখানে PS থাকে ৫৮টি আসনে। ফলে শেগা পর্তুগালের নতুন প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে।
পুরনো দ্বৈতশাসনের অবসান
স্বাধীনতা-পরবর্তী সময় থেকে পর্তুগালের রাজনীতিতে দু’টি দল—সোশ্যালিস্ট পার্টি (PS) এবং সোশ্যাল ডেমোক্রেট পার্টি (PSD)/ডেমোক্রেটিক এলায়েন্স (AD)—রাজত্ব করে এসেছে। এই প্রথম শেগা এই ঐতিহাসিক ধারা ভেঙে রাজনীতির শীর্ষস্থানীয় দুই অবস্থানের একটিতে জায়গা করে নিল।
জনমতের প্রতিফলন ও দলীয় প্রতিক্রিয়া
৭৪ বছর বয়সী নাগরিক ম্যানুয়েল জানান, “দুই দল ৫০ বছর শাসন করেও আমাদের ভাগ্য বদলায়নি। এখন মানুষ তৃতীয় শক্তিকে চায়।” শেগা নেতা আন্দ্রে ভেন্তুরা বলেন, “দেশে নতুন যুগের সূচনা হয়েছে। জনগণ পরিবর্তন চায় এবং তারা আমাদের ওপর আস্থা রেখেছে।”
তিনি আরও বলেন, “মাত্র ছয় বছরে আমরা দ্বিতীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠেছি। বিরোধী দলে থেকেও আমরা দেশের জন্য কাজ করব।”
PS দলনেতার পদত্যাগ
নির্বাচনে হতাশাজনক ফলের দায় নিয়ে PS দলের নেতা পেত্র নুনু সান্তোষ পদত্যাগ করেছেন। পরবর্তী নেতা হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জোযে লুইস কারনেইরো প্রার্থী হয়েছেন। তিনি বলেন, “গণতন্ত্রে উত্থান-পতন স্বাভাবিক। আমরা জনগণের আস্থা পুনরুদ্ধার করব।”
আসন বিভাজন (চূড়ান্ত):
দল/জোট | আসন সংখ্যা |
ডেমোক্রেটিক এলায়েন্স (AD) | ৯১ |
শেগা | ৬০ |
সোশ্যালিস্ট পার্টি (PS) | ৫৮ |
ইনেসিয়েটিভ লিবারেল (IL) | ৯ |
লিব্রে | ৬ |
সিডিউ | ৩ |
লেফট ব্লক | ১ |
PAN | ১ |
জেপিপি (প্রথমবার) | ১ |
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।