
পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ১৩ লাখ বিদেশি হজযাত্রী। বৃহস্পতিবার (২৯ মে) সৌদির পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
জাওয়াজাত জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৫৫ হাজার ১৯৯ জন হজযাত্রী মক্কা ও মদিনায় এসেছেন। এদের মধ্যে বিমানপথে এসেছেন ১১ লাখ ৮৬ হাজার ৮১০ জন, স্থলপথে ৬৩ হাজার ৩০১ জন এবং সাগরপথে এসেছেন ৫ হাজার ৮৮ জন।
৪ জুন হজ শুরু, আরাফাতের দিন ৫ জুন
সৌদি আরবে গত ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৪ জুন হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর ঠিক পরদিন, ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র আরাফাত দিবস। আর ৬ জুন সৌদি আরবে উদযাপিত হবে ঈদুল আজহা।
আরাফাতে সমবেত হবেন লাখো মুসল্লি
আরাফাতের দিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো হজযাত্রী আরাফাতের ময়দানে সমবেত হয়ে আল্লাহর দরবারে প্রার্থনায় মগ্ন থাকবেন। সেদিন তাদের মুখে মুখে ধ্বনিত হবে, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’—যার অর্থ, “হে আল্লাহ! আমি হাযির, আমি আপনার ডাক শুনেছি।”
এ দিনটি ইসলামের দৃষ্টিতে অতীব মর্যাদাপূর্ণ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) তার জীবনের শেষ ভাষণটি দিয়েছিলেন এই আরাফাতের ময়দানেই। হজে অংশগ্রহণ না করলেও বিশ্বের বহু মুসলমান এই দিনে রোজা রাখেন, যা অতীত গুনাহ মাফের উপায় হিসেবে বিবেচিত।
হজের প্রস্তুতিতে শেষ সময়ের ব্যস্ততা
সৌদি সরকার হজযাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ও মুজদালিফায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন দেশের হজ মিশনগুলোকেও নিজ নিজ দেশের নাগরিকদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।