আসন্ন ঈদুল আজহায় ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২ জুন) থেকে শুরু হয়ে দুই দিনে মোট তিনটি বিশেষ ট্রেন চলাচল করবে জামালপুরের বিভিন্ন বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে।
রেলওয়ের ঈদ-সংক্রান্ত কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, কোরবানির পশুবাহী এই ট্রেনগুলোতে প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ মোট ২৬টি কোচ থাকবে।
🔸 ক্যাটেল স্পেশাল-১
দেওয়ানগঞ্জ বাজার → ছাড়বে ২ জুন বিকেল ৫টা
ঢাকা পৌঁছাবে → ৩ জুন ভোর ৬:৩০
🔸 ক্যাটেল স্পেশাল-২
ইসলামপুর বাজার → ছাড়বে ২ জুন বিকেল ৩:৪০
ঢাকা পৌঁছাবে → ৩ জুন রাত ১:৫০
🔸 ক্যাটেল স্পেশাল-৩
দেওয়ানগঞ্জ বাজার → ছাড়বে ৩ জুন বিকেল ৫টা
ঢাকা পৌঁছাবে → ৪ জুন ভোর ৬:৩০
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঢাকার কোরবানির পশুর বাজারে চাপ কমাতে এবং পরিবহন সহজ করতে এই বিশেষ ট্রেনগুলো পরিচালনা করা হচ্ছে। এতে পশুবাহী ট্রাকের ওপর নির্ভরতা কমবে এবং খরচও তুলনামূলকভাবে কম হবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
📌 উল্লেখ্য, কোরবানির ঈদের আগে ঢাকার পশুর হাটে পর্যাপ্ত পশু সরবরাহ নিশ্চিত করতে প্রতিবছরই ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন পরিচালনা করে রেলওয়ে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।