ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে একাধিক রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে তেলআভিভের সামরিক বাহিনী। শনিবার (৩১ মে) রাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, গাজার ভেতর থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়েছে। রকেটগুলো খোলা জায়গায় আঘাত হেনেছে এবং এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামরিক সূত্রে আরও বলা হয়, নিরিম ও আইন হাশলোশা নামক ইসরায়েলি বসতিগুলোর আশপাশে রকেটগুলো আঘাত করে। হামলার পর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে ‘প্রতিকূল বিমান সতর্কতা’ জারি করা হয়।
তবে হামলার দায় এখনো পর্যন্ত কোনো দল বা সংগঠন স্বীকার করেনি। এ বিষয়ে গাজা ভিত্তিক প্রতিরোধ সংগঠনগুলোর পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
এদিকে, দীর্ঘদিন ধরে চলা যুদ্ধবিরতি আলোচনা, মানবিক বিপর্যয় এবং অবরুদ্ধ গাজা উপত্যকার দুঃসহ অবস্থা আরও উত্তেজিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।