রোববার (১ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মামুন।
অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে সারাদেশে ঘটে যাওয়া গণহত্যার পরিকল্পনা ও নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা। এর আগে ১২ মে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই অভিযোগসমূহ তদন্ত প্রতিবেদন আকারে ট্রাইব্যুনালে জমা দিয়েছিলেন।
দুপুর সোয়া ১২টার দিকে বিচারকাজ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার শুরু হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছিল বলে অভিযোগ।
ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের সময় অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।