০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ট্রেন চলাচলে শৃঙ্খলা ও সময়নিষ্ঠতা, যাত্রীরা সন্তুষ্ট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (১ জুন) ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে সুশৃঙ্খল পরিবেশ ও ট্রেন চলাচলে সময়নিষ্ঠতা।

সকাল ৬টা থেকে ১০টার মধ্যে মোট ১২টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। একমাত্র রংপুর এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছেড়েছে। যাত্রীরা টিকিট যাচাইয়ের তিন স্তরের চেকপোস্ট অতিক্রম করে স্বাচ্ছন্দ্যে প্ল্যাটফর্মে প্রবেশ করেন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে ট্রেন এনে রাখা হচ্ছে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে জিআরপি ও আরএনবি।

রংপুর এক্সপ্রেসের যাত্রী ফারদিন আল মাহমুদ বলেন, “অনলাইনে কষ্ট করে টিকিট পেলেও স্টেশনে এসে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে।” জামালপুর এক্সপ্রেসের যাত্রী মাসুদুর রহমান বলেন, “এতোটা সুশৃঙ্খল ঈদযাত্রা এর আগে কখনও দেখিনি।”

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ, সুষ্ঠু ও সময়মতো গন্তব্যে পৌঁছাতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যাত্রীরা রেলওয়ের এই সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগ

ঈদযাত্রায় ট্রেন চলাচলে শৃঙ্খলা ও সময়নিষ্ঠতা, যাত্রীরা সন্তুষ্ট

প্রকাশিত হয়েছে: ০৫:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার (১ জুন) ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে সুশৃঙ্খল পরিবেশ ও ট্রেন চলাচলে সময়নিষ্ঠতা।

সকাল ৬টা থেকে ১০টার মধ্যে মোট ১২টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। একমাত্র রংপুর এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছেড়েছে। যাত্রীরা টিকিট যাচাইয়ের তিন স্তরের চেকপোস্ট অতিক্রম করে স্বাচ্ছন্দ্যে প্ল্যাটফর্মে প্রবেশ করেন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে ট্রেন এনে রাখা হচ্ছে, যাতে যাত্রীদের ভোগান্তি কমে। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিরাপত্তায় নিয়োজিত রয়েছে জিআরপি ও আরএনবি।

রংপুর এক্সপ্রেসের যাত্রী ফারদিন আল মাহমুদ বলেন, “অনলাইনে কষ্ট করে টিকিট পেলেও স্টেশনে এসে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে।” জামালপুর এক্সপ্রেসের যাত্রী মাসুদুর রহমান বলেন, “এতোটা সুশৃঙ্খল ঈদযাত্রা এর আগে কখনও দেখিনি।”

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপদ, সুষ্ঠু ও সময়মতো গন্তব্যে পৌঁছাতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। যাত্রীরা রেলওয়ের এই সেবায় সন্তোষ প্রকাশ করেছেন।