
রোববার (১ জুন) রাজধানীর মাল্টি পারপাস হলে আয়োজিত চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিনিয়োগ করার আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে এখানে বিনিয়োগ করুন। তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট ও তথ্য প্রযুক্তি শিল্পে অসীম সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন, বাংলাদেশের মোট জনশক্তির অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে এবং এই তরুণরা কাজের জন্য প্রস্তুত।
চীন ও বাংলাদেশ সরকার যৌথভাবে আয়োজিত এ সম্মেলনে চীনের ১০০ কোম্পানির প্রায় ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ও বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য দেন।