
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে রাজধানী ঢাকায় কোরবানির গরু সহজে পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে চালু করেছে তিনটি ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন। গত চার বছরের ধারাবাহিকতায় এবার চাহিদা বেশি থাকায় ট্রেন সংখ্যা বাড়িয়ে তিনটি করা হয়েছে— ক্যাটল স্পেশাল-০১, ০২ ও ০৩।
সোমবার (২ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে ইসলামপুর বাজার রেলস্টেশন থেকে ক্যাটল স্পেশাল-০১ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইসলামপুর বাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, এ বছর তিনটি ট্রেনে মোট ১২শ গরু পাঠানো হবে ঢাকায়।
📅 নির্ধারিত সময়সূচি:
- ক্যাটল স্পেশাল–০১: ২ জুন, বিকেল ৪:৪৫
- ক্যাটল স্পেশাল–০২: ২ জুন, বিকেল ৫:০০
- ক্যাটল স্পেশাল–০৩: ৩ জুন, বিকেল ৫:০০
🚂 ট্রেন ও ভাড়ার বিবরণ:
▪️ প্রতিটি ট্রেনে রয়েছে ২৫টি করে মোট ৭৫টি ওয়াগন
▪️ প্রতিটি ওয়াগনে তোলা যাবে ১৬টি গরু
▪️ গরু প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা
▪️ প্রতিটি ওয়াগনের ভাড়া ৮ হাজার টাকা
গরু ব্যবসায়ী আলম জোদ্দার বলেন,
“আগে ট্রাক বা পিকআপে গরু নিয়ে যেতাম। ডাকাতি, চাঁদাবাজি, রাস্তায় ঝামেলা হতো। এখন ট্রেনে কোনো ঝামেলা নাই, নিরাপদে ঢাকায় গরু পৌঁছায়।”
আরেক ব্যবসায়ী শহিদ মিয়া বলেন,
“ট্রাকে গরু নিয়ে গেলে অসুস্থ হয়ে পড়ে, এমনকি রাস্তায় মারা যায়। ট্রেনে গরুরা অনেকটা গোয়ালঘরের মতো অবস্থায় থাকে, আর ভাড়াও কম।”
রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান,
“ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর অতিরিক্ত একটি ট্রেন যুক্ত করা হয়েছে। চাহিদা থাকলে ভবিষ্যতেও এই সংখ্যা আরও বাড়ানো হবে।”