আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকার নানা প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে পরিবহন মালিকদের প্রতি।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “অনেক সময় দেখা যায় একজন চালক রাজশাহীতে একটি গাড়ি নিয়ে গেলে সেখান থেকে সঙ্গে সঙ্গেই ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করা হয়। এতে চালক ক্লান্ত থাকেন এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই এবার আমরা পরিবহন মালিকদের সাফ জানিয়ে দিয়েছি—চালকদের যেন যথাযথ বিশ্রামের ব্যবস্থা করা হয়।”
তিনি আরও বলেন, “মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। পুলিশের শুধু জরুরি প্রয়োজন ছাড়া অন্য সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব ও আনসার সদস্য মোতায়েন থাকবে।”
উপদেষ্টা জানান, সরকারের লক্ষ্য হলো—এবারের ঈদযাত্রা যেন পূর্ববর্তী বছরগুলোর চেয়ে আরও নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ হয়। যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।
এদিকে, পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইওয়ে পুলিশ, বিআরটিএ ও জেলা প্রশাসন যৌথভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে নজরদারি বৃদ্ধি করেছে। চালকদের স্বাস্থ্য পরীক্ষাও করা হতে পারে, বিশেষ করে দূরপাল্লার যানবাহনের ক্ষেত্রে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।