
চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সর্বোচ্চ আদালতের ঘোষণায় আগামীকাল বুধবার, ৪ জুন থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। এরপর ৫ জুন পালিত হবে ইয়াওমে আরাফা বা আরাফা দিবস।
হজের আনুষ্ঠানিকতার সূচনার অংশ হিসেবে ৮ জিলহজ সকালে হজযাত্রীরা ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন। সুন্নত মোতাবেক, ওই দিন জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো উত্তম। সেখানে হাজিরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপনের পাশাপাশি আমল, জিকির এবং কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকবেন।
ধর্মীয় বিধান অনুযায়ী, মিনায় অবস্থানের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো গুরুত্বপূর্ণ। অনর্থক গল্প–গুজব বা সময় নষ্ট করা থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। হাজিদের জন্য সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা আলাদা তাঁবু প্রস্তুত রাখা হয়েছে, যেগুলোর প্রতিটিতে আলাদা নম্বর দেওয়া আছে। তাঁবুগুলোতে সংশ্লিষ্ট হজ এজেন্সির মাধ্যমে খাবার সরবরাহ করা হবে।
প্রসঙ্গত, মিনার অবস্থান পবিত্র কাবা শরিফ থেকে প্রায় আট কিলোমিটার দূরে, আরাফার ময়দানের মহাসড়কের পাশে। এর আয়তন প্রায় ২০ বর্গকিলোমিটার। সারা বছর তাঁবুগুলো গুটিয়ে রাখা হয় এবং এই সময় ছাড়া জনসাধারণের প্রবেশ নিষেধ থাকে।