
কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই উত্তেজনা ছড়াচ্ছে দেশজুড়ে গরুর হাটগুলোতে। তবে এবার হাটে নয়—একটি গ্রামের খামারেই আলোড়ন তুলেছে এক দানবাকৃতির ষাঁড়। নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের গর্ব—‘কালো মানিক’।
প্রায় ১০ ফুট লম্বা, ৬ ফুট উচ্চতা এবং সাড়ে ২৭ মণ ওজনের (প্রায় ১০২০ কেজি) কালো মানিককে একনজর দেখতে প্রতিদিন ভিড় করছেন শতশত মানুষ। কারও মতে, এটি যেন হাতি! কেউ আবার বলছেন—”হাতির চেয়েও বড় গরু দেখলাম!”
মনোয়ার হোসেন নামের এক উদ্যমী যুবক তিন বছর আগে গরুটিকে ছোট অবস্থায় কিনে পরিবারের সদস্যের মতো লালন-পালন করেন। দেশীয় খাবার—ভুট্টা, খৈল, খড়, কলা, ছোলা আর প্রচুর যত্নেই বড় করা হয়েছে কালো মানিককে।
তিনি বলেন—
“আমি আর্থিক অনটনের কারণে পড়াশোনা ছেড়ে খামার শুরু করি। এই গরুগুলোর মধ্যে কালো মানিক আমার স্বপ্ন।”
কালো মানিকের দাম হাঁকছেন ১২ লাখ টাকা। এখনো পর্যন্ত বিক্রি না হলেও পছন্দের দাম পেলে কোরবানির জন্য ছাড়বেন বলেই জানালেন মালিক।
মনোয়ার হোসেন বলেন—
“এই খামার আমার জীবন বদলে দিয়েছে। ভবিষ্যতে আরও বড় করে গরু পালনের ইচ্ছা আছে। কালো মানিক বিক্রি হলে সেই অর্থ দিয়েই খামার বড় করবো।”
🎥 গরুটিকে ঘিরে চলেছে সোশ্যাল মিডিয়া মাতামাতি
গরুটির ছবি ও ভিডিও ইতোমধ্যে ফেসবুক, টিকটক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল। ‘দানব গরু’ নামে প্রচারিত এই কালো মানিক এখন নেত্রকোনার অনলাইন তারকাও বটে।