অপ্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যের সুরক্ষায় এবং অনিয়ন্ত্রিত পণ্যের বিস্তার ঠেকাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুটি গুরুত্বপূর্ণ আইনে স্বাক্ষর করেছেন। নতুন আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি করলে ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০০,০০০ রুবেল পর্যন্ত জরিমানা গুণতে হবে। পাশাপাশি, অনিবন্ধিত খাদ্যতালিকাগত পরিপূরক (dietary supplement) বিক্রয়কারী ওয়েবসাইটগুলোও এখন থেকে ব্লক করা হবে।
রাশিয়ার সরকারি সূত্রগুলো জানিয়েছে, দেশের তরুণ সমাজের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এই আইনি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এনার্জি ড্রিংকে উচ্চ মাত্রায় ক্যাফেইন, চিনি ও অন্যান্য উদ্দীপক উপাদান থাকায় এগুলো কিশোর-কিশোরীদের মধ্যে ঘুমের সমস্যা, উদ্বেগ, উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যার ঝুঁকি বহুগুণে বাড়িয়ে তোলে।
নতুন আইনের আওতায়:
অপ্রাপ্তবয়স্কদের কাছে এনার্জি ড্রিংক বিক্রি করলে ব্যক্তি পর্যায়ে ৩০,০০০ থেকে ৫০,০০০ রুবেল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫০০,০০০ রুবেল পর্যন্ত জরিমানা করা হবে।
অনিবন্ধিত এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনহীন খাদ্যতালিকাগত পরিপূরক (ফুড সাপ্লিমেন্ট) বিক্রয় ও প্রচারের সঙ্গে যুক্ত ওয়েবসাইটগুলোর ওপর অবিলম্বে ব্লক করার ক্ষমতা পাবে কর্তৃপক্ষ।
রাশিয়ান স্বাস্থ্য ও ভোক্তা সুরক্ষা সংস্থা ‘রসপট্রেবনাদজোর’ ইতিমধ্যেই এ সংক্রান্ত নজরদারি জোরদার করেছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, স্বাস্থ্যহানিকর ও ভুলভাবে বাজারজাত করা পণ্য রোধে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। শিশু ও তরুণদের স্বাস্থ্যের ব্যাপারে এমন দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও দৃষ্টান্ত হতে পারে বলে অভিমত বিশ্লেষকদের।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।