০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ পবিত্র ঈদুল আজহা, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ (শনিবার) দেশে উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায়। দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করবেন।

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্যমতে, আবহাওয়া প্রতিকূল হলে জামাতটি স্থানান্তরিত হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও বায়তুল মোকাররম মসজিদে যথারীতি পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

ঈদুল আজহার দিন সকালে লাখো মুসল্লি ঈদগাহে সমবেত হয়ে আদায় করবেন ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ। নামাজ শেষে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন।

ঈদুল আজহার ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় চার হাজার বছর আগে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে উদ্যত হন। তিনি তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার জন্য প্রস্তুত হন। কিন্তু আল্লাহর কৃপায় ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি করা হয়। সেই থেকেই ত্যাগ ও আনুগত্যের এই মহান স্মৃতিকে ধারণ করে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

ঈদের দিনসহ পরবর্তী দুই দিন অর্থাৎ আগামী সোমবার আসরের সময় পর্যন্ত পশু কোরবানি করার সুযোগ রয়েছে। ইসলামি বিধান অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়—এক ভাগ গরিব ও মিসকিনদের, এক ভাগ আত্মীয়স্বজনের এবং এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা হয়।

ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের এই আনন্দঘন দিনে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও সৌহার্দ্য বিনির্মাণে মেতে উঠেছে দেশবাসী।

ট্যাগ

আজ পবিত্র ঈদুল আজহা, জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ (শনিবার) দেশে উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায়। দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করবেন।

ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া তথ্যমতে, আবহাওয়া প্রতিকূল হলে জামাতটি স্থানান্তরিত হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও বায়তুল মোকাররম মসজিদে যথারীতি পাঁচটি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

ঈদুল আজহার দিন সকালে লাখো মুসল্লি ঈদগাহে সমবেত হয়ে আদায় করবেন ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ। নামাজ শেষে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন।

ঈদুল আজহার ইতিহাস ও তাৎপর্য সম্পর্কে ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস, প্রায় চার হাজার বছর আগে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি করতে উদ্যত হন। তিনি তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করার জন্য প্রস্তুত হন। কিন্তু আল্লাহর কৃপায় ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি করা হয়। সেই থেকেই ত্যাগ ও আনুগত্যের এই মহান স্মৃতিকে ধারণ করে মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে আসছেন।

ঈদের দিনসহ পরবর্তী দুই দিন অর্থাৎ আগামী সোমবার আসরের সময় পর্যন্ত পশু কোরবানি করার সুযোগ রয়েছে। ইসলামি বিধান অনুযায়ী, সামর্থ্যবান মুসলমানদের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়—এক ভাগ গরিব ও মিসকিনদের, এক ভাগ আত্মীয়স্বজনের এবং এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা হয়।

ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের এই আনন্দঘন দিনে একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও সৌহার্দ্য বিনির্মাণে মেতে উঠেছে দেশবাসী।