
এক বনে থাকত এক ছোট্ট টুনটুনি পাখি। সে ছিল খুব চঞ্চল আর বুদ্ধিমান। বনের পাশে থাকত এক লোভী শিয়াল। সে ভাবল, “এই ছোট পাখিটাকে খেলেই তো জমে যাবে!”
একদিন শিয়াল বলল, “টুনটুনি, টুনটুনি, তোমার গলা কি সুন্দর! একবার গান শোনাও না!”
টুনটুনি বুঝে গেল, শিয়ালের মন ভালো না। সে বলল,
“গান তো গাইবই, আগে তুমি চোখ বন্ধ করে শুনো!”
শিয়াল চোখ বন্ধ করতেই টুনটুনি ফুরুৎ করে উড়ে গেল গাছের ডালে!
শিয়াল চোখ খুলে দেখে — কেউ নেই!
টুনটুনি গাছ থেকে ডেকে বলল,
“বুদ্ধি না থাকলে জঙ্গলে থাকা কঠিন!”
শিয়াল লজ্জায় লাল হয়ে চলে গেল।
শিক্ষা: কেবল বড় হলেই হবে না, ছোটরাও বুদ্ধি দিয়ে বিপদ থেকে বাঁচতে পারে।