
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী আর নেই। শনিবার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
নাসরিন সিদ্দিকী ২২ মে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
আজ রোববার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল পিটিআই মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ আসর কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে।
নাসরিন সিদ্দিকী তাঁর স্বামী বঙ্গবীর কাদের সিদ্দিকী, এক ছেলে, এক মেয়ে ও পালিত এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা জানান, “শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন। তাঁকে ছাতিহাটি গ্রামেই দাফন করা হবে।”
নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শোক প্রকাশ করা হয়েছে।