১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কচ্ছপের জন্মদিন

একদিন জঙ্গলে কচ্ছপের জন্মদিন। সে খুব খুশি হয়ে সবাইকে দাওয়াত দিলো—বানর, হাতি, হরিণ, খরগোশ… সবাইকে!

কিন্তু খরগোশ হাসতে হাসতে বলল, “তোর জন্মদিনে কে আসবে? তুই তো এত ধীরে চলে!”

কচ্ছপ কিছু বলল না। ধীরে ধীরে সে তার ছোট্ট ঘর সাজাতে লাগল, কেক বানাল, ফুল গুঁজল।

জন্মদিনের দিন সবাই এল—হাতি বেলুন নিয়ে, বানর কলা কেক, হরিণ গান গাইছে।

শুধু খরগোশ এল না। পরে শোনে, খরগোশ খেলতে খেলতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে।

কচ্ছপ নিজে ধীরে ধীরে গিয়ে খরগোশকে কেক দিয়ে এলো। খরগোশ অবাক!

সে বলল, “তুই তো অনেক বড় মনওয়ালা!”


শিক্ষা: ধীর হলেও ভালো মন নিয়ে চললে সবাই তোমার বন্ধু হবে।

ট্যাগ

কচ্ছপের জন্মদিন

প্রকাশিত হয়েছে: ১০:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

একদিন জঙ্গলে কচ্ছপের জন্মদিন। সে খুব খুশি হয়ে সবাইকে দাওয়াত দিলো—বানর, হাতি, হরিণ, খরগোশ… সবাইকে!

কিন্তু খরগোশ হাসতে হাসতে বলল, “তোর জন্মদিনে কে আসবে? তুই তো এত ধীরে চলে!”

কচ্ছপ কিছু বলল না। ধীরে ধীরে সে তার ছোট্ট ঘর সাজাতে লাগল, কেক বানাল, ফুল গুঁজল।

জন্মদিনের দিন সবাই এল—হাতি বেলুন নিয়ে, বানর কলা কেক, হরিণ গান গাইছে।

শুধু খরগোশ এল না। পরে শোনে, খরগোশ খেলতে খেলতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে।

কচ্ছপ নিজে ধীরে ধীরে গিয়ে খরগোশকে কেক দিয়ে এলো। খরগোশ অবাক!

সে বলল, “তুই তো অনেক বড় মনওয়ালা!”


শিক্ষা: ধীর হলেও ভালো মন নিয়ে চললে সবাই তোমার বন্ধু হবে।