
১০ জুন: ঈদুল আজহার ছুটি চলমান থাকার মধ্যেও রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা অল্প পরিসরে শুরু হলেও ঢাকার প্রধান সড়ক, টার্মিনাল ও বাজারগুলোতে এখনো সেই পরিচিত ভিড় নেই। গণপরিবহনে যাত্রীসংখ্যা কম থাকায় অধিকাংশ বাসে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
ফার্মগেট, কারওয়ান বাজার, মতিঝিল, উত্তরা, মিরপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট বা ভিড়ের তেমন কোনো চাপ লক্ষ্য করা যাচ্ছে না। ভিআইপি সিটি সার্ভিস বাসের চালক বাবু জানান, ঈদের সময় এমন ফাঁকা রাস্তা বিরল দেখা যায়। খিলক্ষেত বাস স্ট্যান্ডের দুরুল হুদা বলেন, “ঢাকা এখনও ফাঁকা রয়েছে, মানুষ ঢাকায় আসতে আরও কয়েকদিন সময় নিচ্ছে।”
সরকারি ও বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীতে ব্যাপক নিস্তব্ধতা বিরাজ করছে। অফিস–শিক্ষাপ্রতিষ্ঠান ১৫ জুন থেকে খুলবে বলে জানা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা ধারণা করছেন, ১৩ থেকে ১৪ জুন থেকে ঢাকায় মানুষের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং ১৫ জুন থেকে রাজধানী স্বাভাবিক রূপে ফিরে আসবে।
ঢাকাবাসী এই স্বস্তিদায়ক পরিস্থিতি উপভোগ করলেও ঈদের পর দিনগুলোতে জনসমাগম এবং যানজট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।