
২০২৬ সালের এশিয়ান কাপ বাছাই পর্বে আজ (মঙ্গলবার) বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হোম ম্যাচ খেলবে। গ্রুপ ‘সি’-তে চার দলেরই সমান ১ পয়েন্ট থাকা অবস্থায় এই ম্যাচে জয় পেলে দলটি বড় অগ্রগতি করবে।
বাংলাদেশ দলের অন্যতম প্রধান আকর্ষণ কানাডাপ্রবাসী মিডফিল্ডার সামিত সোমের অভিষেক। প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে মাঠে নামছেন সামিত সোম। তিনি শুরুর একাদশে থাকলেও তার জায়গায় রাখা হয়েছে দলের অভিজ্ঞ অধিনায়ক জামাল ভূঁইয়াকে।
আগের ম্যাচে ভারতের বিপক্ষে জামাল বেঞ্চে বসেছিলেন, আজও তার জায়গায় সুযোগ পেয়েছেন সামিত সোম। গোলরক্ষক হিসেবে মাঠে থাকবেন মিতুল মারমা। রক্ষণে দায়িত্বে আছেন তপু বর্মণ, তারিক কাজী, শাকিল আহাদ তপু ও সাদ উদ্দিন। মিডফিল্ডে প্রধান ভূমিকা পালন করবেন হামজা চৌধুরী ও মোঃ হৃদয়। সামিত সোম ও কাজেম শাহ আক্রমণভাগে দায়িত্ব পালন করবেন। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রাকিব হোসেন ও ফাহামিদুল ইসলামকেও প্রথম একাদশে রেখেছেন।
এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচে কোচ ক্যাবরেরা তিন জন পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে বাদ পড়েছিলেন তাজ, জামাল ও সোহেল রানা। তাদের পরিবর্তে জায়গা পেয়েছিলেন শাকিল আহাদ তপু, সামিত সোম ও হৃদয়।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ও সিঙ্গাপুর এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে, দুই ম্যাচেই জয় পেয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশ এখনো সিঙ্গাপুরের বিপক্ষে কোনো জয় পাননি। তবে সাম্প্রতিক পাঁচ ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সে উন্নতি লক্ষ্য করা গেছে, যেখানে দুই জয়, এক ড্র ও দুটি হার রয়েছে।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সামিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।