যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সফর নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি দুই দেশের বন্ধুত্ব ও অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় ব্রিটিশ হাইকমিশনার লেখেন, “চলতি সপ্তাহে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার সফরের কর্মসূচিগুলো যুক্তরাজ্য ও বাংলাদেশের গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সমর্থনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
চারদিনের সরকারি সফরে ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সফরকালে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস, উচ্চপর্যায়ের ব্রিটিশ কর্মকর্তাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।
এছাড়াও তিনি আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “ড. ইউনূসের এই পুরস্কারপ্রাপ্তি বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি।”
প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন দপ্তরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলেও প্রেস সচিব জানান।
অধ্যাপক ইউনূসের সফর শেষে আগামী ১৪ জুন সকালে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।