
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
শুক্রবার (১৩ জুন) রাতে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
খলিলুর রহমান বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। কেউ যদি সমস্যা দেখে, তাহলে সেটা ভুল দেখছে। আমরা দুই পক্ষই যৌথ বিবৃতিতে পরিষ্কারভাবে জানিয়েছি—নির্বাচন হবে। এখন নির্বাচন কমিশনের ঘোষণার অপেক্ষা।”
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলবে কিনা—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, “সংস্কার ও বিচার সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আমরা যৌথ বিবৃতিতে কথা বলেছি। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে, নির্বাচনের আগেই এসব বিষয়ে অগ্রগতি দৃশ্যমান হবে।”
তিনি আরও জানান, আন্তরিক আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ সুগম করার লক্ষ্যে দুই পক্ষ কাজ করছে।