ইরান দাবি করেছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ইসরায়েলের আরও একটি মার্কিন-তৈরি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। শনিবার (১৪ জুন) ইরানের পশ্চিমাঞ্চলের আকাশে এই যুদ্ধবিমানটি গুলি করে নামানো হয় বলে জানায় দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন। খবর প্রকাশ করেছে তেহরান টাইমস।
ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম ইরানে অবৈধভাবে অনুপ্রবেশ করা ইসরায়েলি যুদ্ধবিমানটি লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। সফলভাবে বিমানটি ধ্বংস করা হয়েছে এবং পাইলটকে জীবিত আটক করা হয়েছে।
তেহরান টাইমস জানায়, এটি নিয়ে ইরান এখন পর্যন্ত তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এর আগে ভূপাতিত দুটি বিমানের মধ্যে একটি পাইলট নিহত হন এবং আরেকজন আটক হন।
এদিকে, চলমান হামলা-পাল্টা হামলায় ইসরায়েল গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন আবাসিক ভবন, সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে অন্তত ১০০ জন নিহত হন, যাদের মধ্যে বেসামরিক নাগরিক, সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীও রয়েছেন।
এর জবাবে ইরান পাঁচ ধাপে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানি সামরিক বাহিনীর দাবি, এতে ইসরায়েলের অন্তত ১৫০টিরও বেশি সামরিক ও গোয়েন্দা স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার দ্বিতীয় দিনের মতো কামিকাজে ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে ইরান। সামরিক সূত্রগুলো জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইরান আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাতে পারে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।