বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি—বিজিএমইএর ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদ হাসান খান। শনিবার (১৪ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত কার্যনির্বাহী কমিটির পদ বণ্টন নির্বাচনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ঘোষণা করে নির্বাচন বোর্ড।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল (সাবেক চেয়ারম্যান, বিসিআইসি) ফলাফল ঘোষণা করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য সৈয়দ আফজাল হাসান উদ্দিন ও আশরাফ আহমেদ।
নির্বাচন বোর্ড জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে মনোনয়নের বিরুদ্ধে কেউ আপিল না করায় জমা পড়া সব বৈধ মনোনয়নপত্র গ্রহণ করা হয় এবং প্রত্যেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
নির্বাচনের ফল ঘোষণা শেষে বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নির্বাচন ও আপিল বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দেশের তৈরি পোশাক শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নেবে এবং খাতটির সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৩১ মে। সেই নির্বাচনের ভিত্তিতে আজ (১৪ জুন) অফিস বেয়ারার নির্বাচন সম্পন্ন হলো।
আগামী ১৬ জুন উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।