দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আরও একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আজ রোববার (১৫ জুন) মধ্যরাতে এই হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও, দেশটির সামরিক গোয়েন্দা সূত্রের বরাতে।
সূত্রটি জানায়, ইরান নতুন করে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি সম্পন্ন করেছে। এর আগে শনিবার দিবাগত রাতে বন্দর নগরী হাইফাতে চালানো হামলার মতোই আরও বড় পরিসরের আঘাত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মধ্যরাতের কিছু আগে ইরান বেশ কয়েক ডজন ড্রোন ও মিসাইল দিয়ে হাইফা শহর লক্ষ্য করে আক্রমণ চালায়। হামলার মূল লক্ষ্য ছিল হাইফা তেল পরিশোধনাগার। এতে ২০ বছর বয়সী এক ইসরায়েলি নারী নিহত হন এবং কমপক্ষে ১৪ জন আহত হন।
ইসরায়েলের পাল্টা হামলা:
হাইফা হামলার পরপরই দখলদার ইসরায়েল তেহরানের শাহরান তেল ডিপোতে একটি পাল্টা হামলা চালায়। এতে ডিপোটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয় এবং বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। ইরানি দমকল ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইসরায়েলি সামরিক সূত্রগুলো জানিয়েছে, আজ রোববার রাতজুড়ে ইরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানোর আশঙ্কা রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা ক্রমেই পুরোমাত্রায় যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে।
আজ (১৫ জুন) মধ্যরাতে ইরান আবার হামলা চালাতে পারে: ইসরায়েলি গোয়েন্দা সূত্র
শনিবার রাতে হাইফায় ইরানের মিসাইল হামলায় নিহত ১, আহত ১৪
হাইফার তেল শোধনাগারে হামলার জবাবে ইসরায়েল তেহরানের তেল ডিপোতে আঘাত হানে
মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।