দখলদার ইসরায়েলের চালানো সামরিক হামলায় ইরানে এখন পর্যন্ত ৪০৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬৫৪ জন।
রোববার (১৫ জুন) ওয়াশিংটনভিত্তিক একটি মানবাধিকার সংস্থার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি সংস্থাটি জানিয়েছে, ইরানে তাদের একটি নিজস্ব সূত্র রয়েছে, যার মাধ্যমে তারা ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করে দেশটির সংবাদমাধ্যমের রিপোর্টের সঙ্গে মিলিয়ে হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করেছে।
তবে নিহতদের মধ্যে কতজন সেনাসদস্য আর কতজন বেসামরিক মানুষ—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। সংস্থাটি বলছে, হতাহতদের পরিচয় যাচাই এবং শ্রেণিবিন্যাসের কাজ এখনো চলমান।
গত শুক্রবার মধ্যরাতে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ইসরায়েল অতর্কিত বিমান ও ড্রোন হামলা চালায়।
এর পাল্টা জবাব দিতে গিয়ে শনিবার রাতেই ইসরায়েলের বিভিন্ন স্থানে মিসাইল হামলা চালায় ইরান। দুই দেশের এই হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।
ইরানের মিসাইল হামলার ফলে ইসরায়েলে অন্তত ১০ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি হাসপাতাল ও নিরাপত্তা সূত্র।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল যুদ্ধোন্মুখ এই অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তা ও তেলবাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইতোমধ্যেই জাতিসংঘসহ বিশ্বশক্তিগুলো শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও, দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা বাড়ছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।