ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে অবস্থিত সামরিক স্থাপনায় নতুন করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলের যুদ্ধবিমান— এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স)।
শনিবার (২১ জুন) এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামলার লক্ষ্যস্থল ইরানের দক্ষিণপশ্চিমে অবস্থিত একটি সামরিক ঘাঁটি হলেও, সুনির্দিষ্ট এলাকার নাম প্রকাশ করা হয়নি।
এর আগে একইদিন সকালে ইসরায়েলের আকাশসীমায় এক ঘণ্টার ব্যবধানে অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন প্রবেশ করে বলে জানায় আইডিএফ।
ইসরায়েলের স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে এসব ড্রোন বিভিন্ন দিক থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলিয়াত থেকে শুরু করে উত্তর সীমান্তবর্তী সিরিয়া লাগোয়া এলাকাগুলোর আকাশে প্রবেশ করে।
আইডিএফ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় ইরান থেকে আসা কমপক্ষে পাঁচটি ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে, এবং বাকি তিনটি ড্রোনকে নজরদারিতে রাখা হয়েছে।
এই ঘটনার পর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ইউনিট সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন স্থানে অ্যালার্ম সাইরেন বাজানো হয়েছে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলা হয়েছে।
উল্লেখ্য, চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়ে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।