আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বরিশাল বিভাগের ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর পুরো বিভাগে প্রার্থী দেওয়ার মধ্য দিয়ে দলটি তাদের নির্বাচনী প্রস্তুতির নতুন ধাপ শুরু করলো।
শনিবার (২১ জুন) সকালে বরিশাল নগরীতে এক অনুষ্ঠানে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং দলীয় নেতাকর্মীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ শুরুর আহ্বান জানান।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে—মাসুদ সাঈদী ও শামীম সাঈদী। এছাড়া দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের হেভিওয়েট নেতা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল-৫ আসন এবং ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ আসন থেকে মনোনীত হয়েছেন।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): মাওলানা কামরুল ইসলাম
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): মাস্টার আব্দুল মান্নান
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ): জহির উদ্দীন মোহাম্মদ বাবর
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা): মাওলানা আব্দুল জব্বার
বরিশাল-৫ (সিটি ও সদর): মুয়াযযম হোসাইন হেলাল
বরগুনা-১ (সদর, আমতলী, তালতলী): মহিবুল্লাহ হারুন
বরগুনা-২ (পাথরঘাটা, বামনা, বেতাগী): ডা. সুলতান আহমদ
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকি): নাজমুল আহসান
পটুয়াখালী-২ (বাউফল): ড. শফিকুল ইসলাম মাসুদ
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা): অধ্যাপক শাহ আলম
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): এম. কাইউম
ভোলা-১ (সদর): মো. নজরুল ইসলাম
ভোলা-2 (বোরহানউদ্দিন-দৌলতখান): মাওলানা ফজলুল করিম
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন): মাওলানা আব্দুল হক
ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা): মোস্তফা কামাল
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া): হেমায়েত উদ্দিন
ঝালকাঠি-২ (সদর-নলছিটি): শেখ নেয়ামুল করিম
পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানি, নাজিরপুর): মাসুদ সাঈদী
পিরোজপুর-২ (কাউখালী, নেছারাবাদ, ভান্ডারিয়া): শামীম সাঈদী
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া): শরীফ আব্দুল জলিল
বরিশালে অনুষ্ঠিত এই ঘোষণানুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এতে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দীন মোহাম্মদ বাবর, জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, এবং বরগুনা জেলা আমির মাওলানা মহিবুল্লাহ হারুন।
নেতৃবৃন্দ বলেন, “আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে অংশগ্রহণই জামায়াতের লক্ষ্য।”
বহুদিন পর বরিশাল বিভাগজুড়ে সব আসনে প্রার্থী ঘোষণা করায় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতের এই উদ্যোগ। দলটি সাংগঠনিকভাবে এখনো সক্রিয় এবং নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়—এটি তাদের স্পষ্ট বার্তা।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।