
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোরে এ হামলা চালানো হয়। প্রথমে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ হামলার বিষয়ে নীরবতা পালন করলেও, অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে হামলার ভিডিও। বিশেষ করে তেলআবিবের একটি চারতলা ভবনের ছাদে আগুন ধরে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ইরানি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হলেও সেটির কোনো ধ্বংসাবশেষ হয়ত ভবনের ছাদে আঘাত হানে, যার ফলে সেখানে আগুন ধরে যায়। তবে তারা দাবি করেছে, ভবনটির অভ্যন্তরে এখনো পর্যন্ত কেউ আটকে নেই কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে অপর একটি ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেত জানিয়েছে, তেলআবিবের হোলোন এলাকার একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে পৌঁছেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।
এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে ইরানের এ হামলার জবাবে কোনো বিবৃতি দেয়নি