
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যাচেষ্টার মামলায় তার তৃতীয় স্ত্রী রিয়া মনি ও রিয়া মনির বন্ধু কামরুল ইসলাম রিয়াজকে জামিন দিয়েছেন আদালত।
রোববার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ১ হাজার টাকা মুচলেকায় ২৭ জুলাই পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক মো. মোস্তানছির বিল্লাহ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষে আইনজীবী আতিকুর রহমান খান জামিন চেয়ে বলেন, “ঘটনার দিন হিরো আলমের অনুসারীরা রিয়া ও রিয়াজকে মারধর করে। রিয়াজের মাথায় চারটি সেলাই লেগেছে। বরং আসামিরাই ভুক্তভোগী।”
অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী মিজানুর রহমান বলেন, “হিরো আলমের সন্দেহ ছিল স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তাদের আপত্তিকর অবস্থায় পান। এ সময় রিয়া ও রিয়াজ মিলে তাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।”
মামলার অভিযোগে বলা হয়, ২১ জুন বিকেলে হিরো আলম ভাড়া বাসায় গিয়ে স্ত্রী রিয়া মনি ও রিয়াজকে এক কক্ষে দেখতে পান। জিজ্ঞাসাবাদে তারা উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালায়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। মামলার পরিপ্রেক্ষিতে রিয়া ও রিয়াজ গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হন এবং এখন জামিনে মুক্ত।