ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। অল্প সময়েই নাটক ও টেলিভিশনের দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। চমকপ্রদ অভিনয়, সাবলীল উপস্থিতি আর নিজস্ব স্টাইল দিয়ে শোবিজ অঙ্গনে আলাদা একটি অবস্থান গড়ে তুলেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার, ওটিটি কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন মাহি।
ওটিটি প্ল্যাটফর্মে আগের চেয়ে কাজ কম হচ্ছে—এ বিষয়ে মাহি বলেন,
“এখন ওটিটিতে কাজ আগের তুলনায় কম হচ্ছে। সেটার কারণ আমাদের দেশের পরিস্থিতি, বাজেট—সব কিছুই। তবে ভালো কাজ পেলে অবশ্যই করব।”
বড় পর্দায় তাকে কবে দেখা যাবে—এমন প্রশ্নের উত্তরে মাহি বলেন,
“আমার মনে হয় বড় পর্দার জায়গাটা অনেক বড় একটা জায়গা। একদম পারফেক্টভাবে নিজেকে তৈরি না করে মুভ করাটা ভুল সিদ্ধান্ত হবে।”
বিয়ে নিয়ে চলমান জল্পনা নিয়েও মুখ খুলেছেন মাহি। সময় নিচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। তবে বিয়ের সিদ্ধান্ত হলে সবাইকে জানিয়ে করবেন বলেও আশ্বাস দেন তিনি।
সম্পর্ক নিয়ে মাহির বক্তব্য স্পষ্ট:
“মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা ভাবে যে এই মানুষটার সঙ্গেই থাকব। আমি আমার সব দিয়ে থাকার চেষ্টা করব। কিন্তু কিছু ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন থাকে, সম্পর্ক টিকে থাকে না। সেটা প্রেমের হোক বা বিয়ে। আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে, তারপরও অনেক কিছু নির্ভর করছে পরিস্থিতির ওপর।”
দুই মাস আগে হঠাৎই গুঞ্জন ছড়ায়—সামিরা খান মাহি ও সাদাত শাফি নাবিলের চার বছরের সম্পর্ক নাকি ভেঙে গেছে।
মাহি অবশ্য এ নিয়ে পরিষ্কার করে বলেন,
“চার বছরের প্রেমের সম্পর্ক আমাদের। আমি শুধু একটা স্ট্যাটাস দিয়েছিলাম—‘বেশ কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছি’। এটাকেই মানুষ ভিন্নভাবে নিয়েছে। আমি কোথাও বলিনি আমাদের ব্রেকআপ হয়ে গেছে।”
মাহির কথা থেকেই স্পষ্ট, ব্যক্তিগত সম্পর্ক হোক বা ক্যারিয়ার—তিনি সময় নিয়ে, পরিপক্বভাবে সিদ্ধান্ত নিতে বিশ্বাসী। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের জটিলতা এবং মানুষের কৌতূহলের ভার নিয়ে সাবলীলভাবেই এগিয়ে যাচ্ছেন এই তরুণী।
প্রকাশক ও সম্পাদক
© কপিরাইট সমাচার বিশ্ব ২০২৫ | আমাদের ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।