১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে এআইআইবির ৪০ কোটি ডলার বাজেট সহায়তা

জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশকে এআইআইবির ৪০ কোটি ডলারের বাজেট সহায়তা

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) বাংলাদেশের জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির আওতায় ৪০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৮৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২.২০ টাকা ধরে)। এই ঋণ মূলত বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার (২৩ জুন) রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) এবং এআইআইবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান বিনিয়োগ কর্মকর্তা রজত মিশ্রা চুক্তিতে স্বাক্ষর করেন।

জলবায়ু অভিযোজন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য

‘Climate Resilience Inclusive Development Program’ নামের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়ানো। এর আওতায় বাংলাদেশে টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করতে নীতিমালা সংস্কার ও অভিযোজনমূলক পদক্ষেপ গ্রহণে সহায়তা দেওয়া হবে।

চুক্তি অনুযায়ী, এ ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছরে পরিশোধযোগ্য। সুদের হার অত্যন্ত স্বল্প—এককালীন মাত্র ০.২৫ শতাংশ হারে প্রযোজ্য।

বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ ধরনের বাজেট সহায়তা দেশের পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন ও সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

ট্যাগ

শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশকে এআইআইবির ৪০ কোটি ডলার বাজেট সহায়তা

প্রকাশিত হয়েছে: ১০:৪৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশকে এআইআইবির ৪০ কোটি ডলারের বাজেট সহায়তা

এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) বাংলাদেশের জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচির আওতায় ৪০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৮৮৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২.২০ টাকা ধরে)। এই ঋণ মূলত বাজেট সহায়তা হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার (২৩ জুন) রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) এবং এআইআইবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবির পক্ষে ভারপ্রাপ্ত প্রধান বিনিয়োগ কর্মকর্তা রজত মিশ্রা চুক্তিতে স্বাক্ষর করেন।

জলবায়ু অভিযোজন ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য

‘Climate Resilience Inclusive Development Program’ নামের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় দেশের সক্ষমতা বাড়ানো। এর আওতায় বাংলাদেশে টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করতে নীতিমালা সংস্কার ও অভিযোজনমূলক পদক্ষেপ গ্রহণে সহায়তা দেওয়া হবে।

চুক্তি অনুযায়ী, এ ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছরে পরিশোধযোগ্য। সুদের হার অত্যন্ত স্বল্প—এককালীন মাত্র ০.২৫ শতাংশ হারে প্রযোজ্য।

বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবপ্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ ধরনের বাজেট সহায়তা দেশের পরিবেশবান্ধব নীতি বাস্তবায়ন ও সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।